আমিরাতে প্রবাসীদের ব্রেকিং নিউজ । আমিরাতের ভিসা ট্রানস্ফার বন্ধ হয় প্রচুর ক্ষতির সম্মুখীন প্রবাসীরা , আমাদের অসংখ্য প্রবাসী বারবার পেজে মেসেজ দিচ্ছেন অথবা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে ভিসা ট্রানস্ফার বন্ধ হওয়াতে কি পরিমান ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা ।
প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করছেন কবে এই সমস্যার সমাধান হবে আজকেই ডিসেম্বর মাসের 30 তারিখ 2022 সালে আপানরা যখন এই ভিডিওটা দেখছেন তখন পর্যন্ত আরব আমিরাতে বিভিন্ন শহরে প্রবাসীদের থেকে আমরা আপডেট পাচ্ছি যে ভিসা ট্রানস্ফার হচ্ছে না কিছু কিছু বিশেষ করে দুবাইতে এই সমস্যা কিছুটা সমাধন হলেও এখন পর্যন্ত বড় আকারে এই সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।
বিশেষ করে আজমান , আবুধাবি , শারজা এ সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে প্রবাসীদের ট্রানস্ফার বন্ধ আছে , অনেকে বারবার চেষ্টা করে তাদের ভিসা ট্রানস্ফার করতে পারছেন না ফলাফল স্বরূপ প্রবাসীরা তারা অনেকে অবৈধ হয়ে যাচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে নতুন বছরের আগমনে অর্থাৎ 2023 সালে এই সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা আছে কিনা ?
দেখুন প্রত্যেক বছর আমরা দেখি যে আরবের সরকার তারা বছরের শুরুতেই নতুন করে ভিসা সিস্টেমটা আপডেট করে ভিসা পোর্টাল আপডেট করে , আর 2013 সালেও স্বাভাবিকভাবেই তারা এটা আপডেট করবে । আর এই সমস্যায় শুধুমাত্র আমাদের যে বাংলাদেশী প্রবাসীরা আছে তা কিন্তু নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত , পাকিস্তান ,নেপাল ,শ্রীলংকা সকল দেশের প্রবাসীরা এই সমস্যায় আছে ।
তাই আপানরা যারা বর্তমানে এই ভিডিও দেখছেন এবং আপনারা যারা ভাবছেন যে আমরাই হয়তো অভাগা আমাদেরই হয়তো ভিসা ট্রানাস্ফার হচ্চে না , বিষয়টা এমন না আপনাদের মতো অনেকেই এই সমস্যায় আছে । আমরা প্রতিনিয়ত প্রবাসীদের থেকে মেসেজ পাচ্ছি অনেকেই একেবারে আকুল হয়ে বলছে ভাই খুব বিপদে আছি । আমিরাতে ভিজিটে এসেছি এখন তারা যে ভিসা পরিবর্তন করবেন সেটাও পারছেন না। বর্তমানে অনেকেরই এ অবস্থা ।
আপনাদের কে বলবো ভাই ধৈর্য ধরুন যেহেতু গত কয়েক মাস ধরে একই অবস্থা দেখতে পাচ্ছি আমাদের আসলেই একটু অপেক্ষা করা এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই । আমরা সত্যি প্রত্যাশা করি এবং মন প্রাণ থেকে দোয়া করি যাতে করে জানুয়ারি মাসে আমাদের আমিরাতে জিডি আর এফে প্রটালে যখন আসবে তখন যেন এই সমস্যাটা সমাধান হয়ে যায় । এবং ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে আমিরাত সরকার যেন আবার শ্লীতিলতা আনে