আরব আমিরাতের ভিসা প্রসেসিং এর সর্বশেষ আপডেট জেনে নিন


আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। আরব আমিরাতের ভিসা প্রসেসিং এর সর্বশেষ আপডেট জেনে নিন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইয়েরা গত ২সপ্তাহ ধরে আমরা দুবাই এবং আমিরাতের অন্যান্য ভিসার কোনো আপডেট দিচ্চিনা, কারণ আমাদের কাছে আপাতত এখন পর্যন্ত কোনো বড় ধরনের সুখবর নেই।

সর্বশেষ যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমরা আপনাদের সাথে বলেছিলাম দুবাই ব্যতীত অন্যান্য আমিরাতের ভিসার সমস্যা এখনো প্রায় চলমান রয়েছে। বিশেষ করে আমরা যদি আপনাদেরকে এক এক করে পুরো আমিরাতের আপডেট বলি সে ক্ষেত্রে বলতে হবে প্রথমে দুবাইয়ে ভিজিট ভিসা ইস্যু হচ্ছে।

দুবাইয়ে কাজের ভিসা রিনিও হচ্ছে, তবে এখানে কাজের ভিসা রিনিউ ৯০ শতাংশ বা ৮০ শতাংশ হচ্ছে। দুবাইতে কিছু কিছু ভিসা রিনিউর কেত্রে আমরা সমস্যায় পাচ্চি। এটা হচ্ছে দুবাইয়ের আপডেট। এরপরে যদি আমরা আপনাদেরকে আবুধাবির আপডেট দিই। আবুধাবিতে ২০ থেকে ২৫ শতাংশ ভিসা রিনিউ হচ্ছে। আর বাকীগুলোর সমস্যা একোনো চলমান রয়েছে। কেউ যদি আপনাকে বলে যে আবুধাবিতে ১০০% ভিসা রিনিউ হচ্ছে এটা মুটেও সঠিক নয়।

কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যাদের ভিসা গুলো হাই ক্যাটাগরি বা যাদের পেশা ভালো তাদের গুলো হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ। এরপর আজমানের আপডেট যদি বলি, আজমানের অবস্থা খুবই খারাপ, আজমানে আমরা এরকম আপডেট পাচ্ছি যে ৫ শতাংশ ভিসা রিনিউ হচ্ছে না। ৫ শতাংশ প্রবাসীরা কিন্তু তাদের ভিসাগুলো রিনিউ করতে পারছে না।

এছাড়া শারজার অবস্থান তুলনামূলক আবুধাবির মতোই অবস্থায় আছে। অন্যান্য আমিরাতের মধ্যে আপাতত দুবাইয়ের অবস্থা সব থেকে ভালো। এরপরে আবুধাবি, শারজা, আজমান বাকিগুলোর অবস্থান ধরে নিতে পারেন নাই বরাবর অর্থাৎ ভিসা রিনিউ পুরোপুরি হচ্ছে না। সমস্যাটা এখনো চলমান রয়েছে। গত মাসেই আমরা দেখেছিলাম আরব আমিরাতে নতুন করে একটা আপডেট এসেছিল ইমিগ্রেশন পোর্টালে কিন্তু সে আপডেটের পরেও এই সমস্যাটা সমাধান হয়নি।

এখন আপনার প্রশ্ন করতে পারেন ভাই এই সমস্যা কি শুধুমাত্র আমাদের বাংলাদেশীদের জন্য, না এই সমস্যাটা আমাদের না এটা ভারতীয় পাকিস্তানি নেপালি বা অন্যান্য যারা প্রবাসী আছে আফগানি তাদের প্রত্যেকের সাথেই এই সমস্যাটা হচ্ছে। আরব আমিরাত সরকার নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালে এই সমস্যার সমাধান হবে কিনা সে ব্যাপারে আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাইনি।

অক্টোবরে ৩ ২০২২ তারিখ থেকেই এই নতুন আপডেট আসার পর থেকেই ভিসা রিনিউ সংক্রান্ত সমস্যায় পড়ছে আমাদের প্রবাসীরা। এ কারণে অনেক প্রবাসীরা আমিরাতে বৈধতা হারিয়ে ফেলেছে। দয়া করে অপেক্ষা করবেন। আপাতত এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন