আমিরাত প্রবাসীরা দয়া করে এই ভুল করবেন না, দুবাইতেই ট্যাক্সি বা বাইকের ভিসায় আসার আগে ভেবেচিন্তে আসুন। সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসীদের একটা সময় খুব ভালো অবস্তান ছিল। আমরা আগে দেখতাম যে প্রচুর পরিমাণে প্রবাসীরা দুবাইতে ট্যাক্সি বা বাইকের ভিসায় আসত এবং যারা পুরাতন তারা কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ভিসায় এসে আপনার ভালো একটা অবস্থানে চলে গিয়েছে।
কিন্তু 2023 সালে প্রেক্ষাপটের দাঁড়িয়ে আপনারা কেও যদি দুবাইতে ট্যাক্সি বা বাইকের ভিসায় আসতে চান তাহলে বড় ধরনের বিপদে পড়বেন। আমি আবারো বলছি দুবাইতে ট্যাক্সি বা বাইকের ভিসায় আসার আগে ভেবে চিন্তে করে আসুন। বাংলাদেশের লাইসেন্স দিয়ে দুবাইতে কোন ভাবেই ড্রাইভিং করতে পারবেন না। দালালদের কাছে আপনি কিন্তু সুন্দর সুন্দর কথা শুনবেন, তারা আপনাকে বলবে দুবাইতে লাইসেন্স পাওয়া খুব সহজ।
কিন্তু বিশ্বাস করুন দুবাইতে লাইসেন্স পাওয়া অনেক কষ্ট। নরমাল লাইসেন্স এবং ট্যাক্সি লাইসেন্স বাইকের লাইসেন্স সেটা একটু ভিন্ন ভিন্ন। দুবাইয়ে লাইসেন্স নেওয়া অনেক কষ্টের, এমনকি থেকে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। আপনি কারোর রঙিন স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে নিজের ভিটেমাটি বিক্রি করবেন না।
আমরা প্রায় কয়েক মাস আগে এই নিয়ে একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা দেখিয়েছি কিভাবে আমাদের প্রবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে, প্রবাসীদেরকে প্রলোভন দেখিয়ে ৪,৫ লাখ টাকা করে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে দুবাইতে ট্যাক্সি বা বাইকের ভিসায় আপনাদেরকে কাজ দেয়া হবে। ট্যাক্সি বা বাইকের ভিসা আপনি পাবেন এটা সত্য তবে আয় আগের মত নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে লাইসেন্স আপনি পাবেন না।
এই যে যারা ট্যাক্সি বা বাইকের ভিসায় আমিরাতে কাজ করে তাদের জন্য বিশেষ লাইসেন্স দেওয়া হয়। আর সেই লাইসেন্স উত্তীর্ণ হতে আপনাকে পাঁচ ছয় মাস পরীক্ষা দিয়ে তারপরে আপনি পাবেন কিনা তারও গ্যারান্টি নেই। আমরা বাংলাদেশে যারা কিনা ভালো ড্রাইভিং করি তাদের অনেক সময় লাগে ড্রাইভিং লাইসেন্স পেতে।
তাই যারা আমিরাতে ড্রাইভিং ভিসায় আসতে চাচ্ছেন তারা দয়া করে ভেবে চিন্তে তারপরে আপনার ভিটেমাটি বিক্রি করবেন। আমরা চাইনা আমাদের কোন প্রবাসী পরিবার সর্বস্বান্ত হোক।